পহেলা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কোভিড টিকার ক্যাম্পেইন। এই দফায় টিকার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া হবে জনসাধারণকে। বুধবার (৩০ নভেম্বর) সকালে মহাখালীর ইপিআই ভবনে এক সাংবাদিকদের এ কথা জানান করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
তিনি বলেন, সারাদেশে ১৫ হাজার ৯৮৪টি কেন্দ্রের মাধ্যমে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দেয়া হবে টিকা।
প্রায় ৯০ লাখ মানুষকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যবস্থাপনা কমিটি।
এদিকে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার ৪র্থ ডোজ দেয়ার সুপারিশ করেছে টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটি। তবে সেই টিকা কখন কিভাবে দেয়া হবে সেটি পরে জানানো হবে। প্রথম ডোজের টিকা প্রদান অফিসিয়ালি বন্ধ হয়েছে। তবে যৌক্তিক কারণ দেখিয়ে যে কেউ প্রথম ডোজের টিকা নিতে পারবে বলে জানিয়েছেন টিকা প্রয়োগ ব্যবস্থাপনা কমিটি।