বরিশালের উজিরপুরে মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্যামল নামে এক কৃষক।
মাল্টা বিক্রি করে প্রতি বছরই আয় করছেন লাখ লাখ টাকা । তবে তার অভিযোগ, সংরক্ষনের ব্যবস্থা না থাকায় বিদেশী মাল্টার চেয়ে অর্ধেকেরও কম মূল্যে বিক্রি করতে হচ্ছে । মাল্টা চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের সব ধরনের সহযোগীতা করছে স্থানীয় কৃষি বিভাগ । বিস্তারিত ডেক্স রিপোর্টে ।
এভাবেই গাছের থোকায় থোকায় ঝুলে আছে মাল্টা । এ দৃশ্য উজিরপুরের শ্যামল ব্যানার্জীর বাগানের । কৃষি বিভাগের পরামর্শে পানের বরজ ভেঙ্গে ৫ বছর আগে উন্নত জাতের মাল্টার ৪১টি কলম রোপন করেন তিনি।