পটুয়াখালীর গলাচিপায় জাফর-বাবুল-মনিরের মাতার মৃত্যুতে সর্বমহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হাইস্কুল রোডে ঐতিহ্যবাহী বাবুল হোটেলের মালিক মো. শাহজাহান মিয়া ও জাফর-বাবুল-মনিরের মাতা চানবরু গতকাল (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মামুন আজাদ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমীর অধ্যক্ষ রেদোয়ানুল ইসলাম তালাল, সাবেক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বশার প্যাদা সহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য শুক্রবার (১৬ ডিসেম্বর) জুম্মার নামাজের পরে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার ১ম জানাজায় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ সহ ধর্মপ্রান মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। মরহুমার ২য় জানাজা তার গ্রামের বাড়ি পানপট্টিতে আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন হয়েছে বলে পরিবারসূত্রে জানা যায়।