চিকিৎসকদের টেস্ট বাণিজ্যের মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে রোগীর সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের ইন্টার্ণ চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় মেয়র আতিক বলেন, একজন রোগীকে সেবার মাধ্যমে মানবতার উদাহরণ সৃষ্টি করতে হবে।
তিনি মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, হাসপাতালে আসা প্রতিটি রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে এই শিক্ষার স্বার্থকাতা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের চেয়ারম্যান, সংসদ সদস্য মাহী বি চৌধুরীসহ কলেজ এবং হাসপাতালটির শিক্ষক-চিকিৎসকরা ও শিক্ষার্থীরা।