রাজধানীর খিলগাঁও বালু নদী থেকে শরীরের সঙ্গে পাথরবোঝাই বস্তা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
নৌ পুলিশের এসআই আসাদুজ্জামান বলেন, শুক্রবার বিকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বালু নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি পচে ফুলে গেছে, যার কারণে আঘাতের চিহ্ন বুঝা যায়নি। ’
তিনি আরও বলেন, মৃতদেহটির কোমরে নাইলনের রশি দ্বারা একটি প্লাস্টিকের বস্তা বাঁধা ছিল। ওই বস্তায় প্রায় ৪৫ কেজি পাথর ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ’
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।