তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে হজ ও ওমরাহ মেলা। আগামী বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলনের উদ্বোধন করবেন।
হজ ও ওমরাহ মেলা নিয়ে আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সংগঠনটির সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ও বিগত সময়ে যে সকল সমস্যা হতো তা সমাধান করাই এই সম্মেলনের উদ্দেশ্য।
সৌদি আরবে যারা হজে গিয়ে হোটেল ও বাসা ভাড়া নিয়ে এজেন্সির সাথে যেসব সমস্যা হতো তা সমাধান করা হয়েছে।
অনলাইন ও ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সকল কার্যক্রম হওয়াতে হজ যাত্রীদের ভোগান্তি অনেক কমে আসছে বলে জানান হাবের সভাপতি।
মক্কা রুটে হজ যাত্রীদের বাংলাদেশেই তাদের ইমিগ্রেশন হয়ে যাবে। সেক্ষেত্রে মাত্র ২টি ইমিগ্রেশনের মধ্য দিয়ে হজ যাত্রীদের ভীগান্তি অনেক কমে আসবে বলে জানান তিনি।