নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে রাখতে রাষ্ট্রপতির কাছে চিঠি দেবে নির্বাচন কমিশন।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নির্বচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছে এই কার্যক্রম থাকলে সুবিধা কী, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ভোটে কী ধরণের অসুবিধা হতে পারে; সেসব তুলে ধরে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা যে চিঠি দিয়েছে সেটাই কমিশন রাষ্ট্রপতির কাছে পাঠাবে।
ইসি আলমগীর আরও বলেন, ওই চিঠিতে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
কমিশন মনে করে ইসিতে এই কার্যক্রম থাকলে সরকারের নতুন করে আরেকটি সেটাপ ও দক্ষ জনবল তৈরির প্রয়োজন হবে না। নির্বাচন কমিশন দক্ষতার সাথে এটি করে আসছে বলেও জানান তিনি।
তবে রাষ্ট্রের ও নির্বাচন কমিশনের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। নির্বাচনের আগে এটি স্থানান্তর সম্ভব হবে বলে মনে করছেন না ইসি আলমগীর। এ বিষয়ে কমিশন রাষ্ট্রপতির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বলেও জানান তিনি।