রাজধানীর আসাদগেটে পিকনিকফেরত বাসে মাদক সেবনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) শেরে বাংলা নগর থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তদের আটক করতেও অভিযান চলছে।
রাতে এ তথ্য নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আসাদগেটে পিকনিক থেকে ফেরা একটি বাসের ভেতরে দু‘জনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
এতে আহত হন মো. রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেন (২০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাব্বি হোসেন মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার শেরে বাংলা নগর থানার মামলা হয়। ঘটনাস্থলে সাক্ষীদের কাছ থেকে বিস্তারিত জেনে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।