রাজধানীর গুলশানে তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে নারীসহ ২৫ জনকে আটক করে গুলশান থানা পুলিশ। রোববার (৯ অক্টোবর) রাতে গুলশান-১ ও ২ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত ২৫ জনের মধ্যে ১৯ জন নারী বাকি ছয়জন পুরুষ।
অভিযান চালানো স্পা গুলো হল- গুলশান-২ এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১ এর লোটাস থাই স্পা।
আটককৃতদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই মিরাজ আকন। তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলশান-২ এর ৪৭ নম্বর রোডের ‘অল দা বেস্ট স্পা’ থেকে ৯ নারী ও দুজন পুরুষকে আটক করা হয়। গুলশান-২ এর ৪৫ নম্বর রোডের ‘থাই স্পা’ থেকে ছয়জন নারী ও তিনজন পুরুষকে আটক করা হয়।
এ ছাড়া গুলশান-১-এর গোলচত্বরের ‘লোটাস থাই স্পা’ থেকে চারজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়।
তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তির অভিযোগের সত্যতা পাওয়ায় ২৫ জনকে আটক করা হয়। যাদের মধ্যে গুলশান-২ এ অবস্থিত দ্য বেস্ট স্পা সেন্টার থেকে ৯ নারী ও ২ পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ নারী ও ৩ পুরুষ এবং গুলশান-১ এর লোটাস থাই স্পা থেকে ৪ নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই এসআই।
https://youtu.be/Isv7J9M5dkE