বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি ও পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামীলীগে সদস্য এ্যাড.ড.ফখরুল ইসলাম মুকুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ।
ধর্ম যার যার উৎসব সবার। এটি শুধু কথার কথা নয়। ছেলেবেলা থেকেই আমরা এটি দেখে আসছি। ঈদের ধর্মীয় আনুষ্ঠানিকতা মুসলমানদের, উৎসবটা সবার। পূজার ধর্মীয় আচার হিন্দুদের, উৎসবটুকু সবার। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উপজেলার পূজা মন্ডব পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধনের একটি দেশ।
এখানে আমরা সবাই এক সুতোয় গাঁথা আছি। দেশরত্ন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু ধর্মালম্বীদের প্রতি শুভেচ্ছা বিনিময় ও সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। উপজেলা আওয়ামী নেতা এ্যাড. ফখরুল ইসলাম মুকুল গলাচিপা উপজেলার আমখোলা শারদীয় পূজা মন্ডপ, গোলখালী পূজা মন্ডপ, চিকনিকান্দী, বকুল বাড়ীয়, ডাকুয়া, চর কাজল, চর বিশ্বাস, কলাগাছিয়া, বদুরাহাট, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন এবং নগদ অর্থ প্রদান করেন।
তিনি প্রতিটি পূজা মন্ডব কমিটির লোকজনের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন জনকণ্ঠের স্টাফ রিপোটার ও সিনিয়র সাংবাদিক সংকর লাল দাস, গলাচিপা পৌর কাউন্সিলর আখী হাওলাদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর আহমেদ সোহাগ, উপজেলা যুবলীগের সদস্য মফিদুল মিয়া, সহিদ মিয়া,নিল কৃষ্ণ পালসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ উপজেলায় মোট ২৯ টি পূজা মন্ডবে দূর্গা পূজা উদ্যাপন হচ্ছে। প্রতিটি মন্ডবই তিনি পরিদর্শন করবেন বলে জানা গেছে।