রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের ইসলামী ব্যাংক ট্রেনিং সেন্টারের পাশের বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মো. নোমান (৩২) ও তার স্ত্রী শামীমা (২৪)।
পুলিশ বলছে, স্বামীর লাশ ফ্যানে ঝুলন্ত অবস্থায়, আর স্ত্রীর মরদেহ বিছানার ওপর পড়ে ছিল।থানাসূত্রে জানা গেছে, নোমান সৌদিপ্রবাসী। দুজন প্রেম করে এক বছর আগে বিয়ে করেন। পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। এই দম্পতির বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়
জানা গেছে, ওই বাসার নিরাপত্তাকর্মী রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী–স্ত্রীর মরদেহ উদ্ধার করে।