নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সামাজিক সংগঠন “বারহাট্টার আলো” গ্রুপের পক্ষ থেকে দুই কিডনিতে সমস্যা জনিত এক রোগীকে আর্থিক সাহায্য করা হয়েছে৷
এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের আসমা গ্রামের হতদরিদ্র মোঃ মুসলিম উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া ৷ সে অনেক দিন যাবৎ কিডনি সমস্যাজনিত সমস্যায় ভুগছে। পলাশ মিয়ার দুটি কিডনিতে সমস্যা, ফুসফুসেও সমস্যা রয়েছে। সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সামর্থ্য নেই এই চিকিৎসার খরচ বহন করার৷
বারহাট্টার আলো গ্রুপের এডমিন অলি উল্লাহ রায়হান জানান, আমার এক খালাতো ভাইয়ের মাধ্যমে পলাশের এই অসুস্থতার বিষয়টি জানতে পারি তখন আমি সাথে সাথেই আমার বারহাট্টার আলো টিমের সকলের সাথে বিষয়টি শেয়ার করি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী পলাশের হাতে ৫ হাজার টাকা তুলে দেই। তিনি আরো বলেন বারহাট্টার আলো গ্রুপের সকল এডমিন ও মডারেটরদের ভালবাসা নিয়ে আমরা আমাদের এই সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চাই৷
বারহাট্টার আলো গ্রুপের আরো একজন এডমিন মোঃ নাজমুল হক জানান, আমাদের বারহাট্টার আলো গ্রুপ সবসময় চেষ্টা করে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। কিছুদিন আগে বন্যার সময় বারহাট্টা উপজেলার কয়েকটি ইউনিয়নেও আমরা ত্রান বিতরন করেছি। পলাশ যেহেতু অনেক অসুস্থ তাই পলাশের পাশেও আমরা দাঁড়ানোর চেষ্টা করলাম। তিনি আরো বলেন, আমরা ইনশাআল্লাহ আমাদের এই সামাজিক কাজগুলো অব্যাহত রাখব।
বারহাট্টার আলো গ্রুপের অন্যতম এডমিন মোঃ নূর মোহাম্মদ মিলন জানান, আমরা অসহায়দের সাথে সব সময় থাকার চেষ্টা করি, আমরা ইতিমধ্যে সামর্থ্য অনুযায়ী বেশ কিছু কাজ করেছি ইনশাআল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে।