নেত্রকোণায় আসন্ন সারদীয় দূর্গাপুজা ২০২২ উদযাপন উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ন ও আন্দগঘন উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, উপজেলা ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমান, নেত্রকোণা সদর উপজেলার সকল চেয়ারম্যানসহ উপজেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগনকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত দেন।