আসমা বিনতে উমাইস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসুলুল্লাহ (সা.) আমাকে বলেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দেবো, যা তুমি বিপদের সময় পাঠ করবে। (আবু দাউদ, হাদিস : ১৫২৫)
বিপদে পড়লে যে দোয়া পড়বেন তা নিম্নে দেওয়া হলো-
দোয়া : আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান।
বাংলা অর্থ : আল্লাহ! আল্লাহ! আমার রব! তাঁর সঙ্গে আমি কাউকে শরিক করি না।
মহান আল্লাহ তা’আলা সকলকে বিপদমুক্ত রাখুন।