অসদুপায় অবলম্বনের অভিযোগে গলাচিপায় ১০ পরীক্ষার্থী বহিষ্কার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে গলাচিপা উপজেলার দুই কেন্দ্রে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯ জন ও গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে কল্যাণ কলস মাধ্যমিক বিদ্যালয়ের একজন, লামনা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, মধ্য ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের একজন, গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, কল্যাণ কলস বেগম রোকেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন, মধ্য হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন, খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের একজন, ভুরিয়া বিএস মাধ্যমিক বিদ্যালয়ের একজন ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের সচিব নুসরাত জাহান জানান, আশেপাশে তাকানোর অপরাধে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।