পানি সৃষ্টিকর্তার অনেক বড় এক নিয়ামত। রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তোমাদের জন্য তিনটি বস্তু অপছন্দ করেন ১. অনর্থক এবং বাজে কথা বলা, ২. নিষ্প্রয়োজনে সম্পদ নষ্ট করা এবং ৩. অত্যধিক প্রশ্ন করা। (বুখারি)
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। ’ (সুরা বনি ইসরাঈল, আয়াত ২৬)
পানির অপচয় রোধে রাসুল (সা.) প্রায় এক লিটার বা ৭৯৬ মিলি সমপরিমাণ পানি দিয়ে অজু সারতেন বলে হাদিসে আছে।যুক্তির নিরিখে কেউ কেউ ধারণা করেন, মরু অঞ্চলে পানির সংকট ছিল বলে রাসুল (সা.) অল্প পানি দিয়ে অজু সারতেন। কিন্তু তিনি প্রবহমান নদীর পাশে বসে অজু করলেও মাত্রাতিরিক্ত পানি ব্যবহার করতে নিষেধ করেছেন। একবার রাসুল (সা.) সাদ (রা.)-এর পাশ কেটে যাচ্ছিলেন। এ সময় সাদ (রা.) অজু করছিলেন। তাঁর অজুতে পানি বেশি ব্যয় হচ্ছিল। রাসুল (সা.) তা দেখে বললেন, কেন এই অপচয়? সাদ (রা.) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল, অজুতেও কী অপচয় হয়? রাসুল (সা.) বলেন, হ্যাঁ, এমনকি বহমান নদীতে অজু করলেও। (ইবনে মাজাহ, হাদিস : ৪২৫)