রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩৫ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আধঘণ্টার মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌনে ১১ টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং বেলা ১১ টা ৮ মিনিটে আগুন নেভায়।ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন
লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শুধু ধোঁয়া দেখতে পায়। পরে ২টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ
জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়।