রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কমিটি। রোববার সড়ক পরিবহন সচিব এ বি এম আমিনুল্লাহ নুরি এক সংবাদ সম্মেলনে এ তদন্ত প্রতিবেদন পড়ে শোনান।
সংবাদ সম্মেলনে সচিব বলেন, গত বৃহস্পতিবার তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন দেয়ার পর বুয়েটের বিশেষজ্ঞকে যুক্ত করে নতুন কমিটির প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে দুর্ঘটনায় মোট ১২টি কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি।তন্মধ্যে, অনুমতি ছাড়া কাজ করা, দিনের বেলা প্রথমবারের মত কাজ করা, ক্রেনের লাইসেন্স না থাকা, ক্রেনটি অসমতল জায়গায় বসানো, নড়বড়ে ট্রাফিক ব্যবস্থা, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম না থাকা ও ক্রেনের চালক অদক্ষ বলে উল্লেখ করা হয়।
সচিব বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না গেজুবা গ্রুপ কোম্পানি এই দুর্ঘটনায় সম্পূর্ণ দায়ী। তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সচিব।