বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল দমনে সরকার মাঠে নেমেছে। বিগত দুইটি জাতীয় নির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও একক ভাবে করতে চায় আওয়ামী লীগ। সেই নকশা বাস্তবায়নেই দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে, ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে নির্মূলের কৌশল নিয়েছে সরকার।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ শুক্রবার সকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী শাসনামলে রাজনৈতিক দলগুলো নিরপাদ নয়। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করার পর উদ্দেশ্যেমূলকভাবে ঢাকা মহানগর বিএনপির নেতা-কর্মীদের মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্র দিয়ে বিএনপিকে নির্মূলের চেষ্টা চলছে। ২০২৩ সালের নির্বাচনও যেনো এককভাবে আগের মত করতে পারে সেই কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীনরা।
তিনি আরও বলেন, গত কিছুদিন ধরে সরকার আগের চেহারা ধারণ করেছে। বিরোধীদলকে মাঠশূন্য করার চেষ্টায় লিপ্ত তারা।