বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হয়েছে আজ। শপথ গ্রহণের পর নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ সম্পাদক নিপুণ।
তিনি বলেন, যে দায়িত্ব আপনারা দিয়েছেন দোয়া করবেন, আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি।
প্রথমে কোন কাজ করবেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, যে সব শিল্পীরা বাদ পড়েছে আমরা তাদের নিবো।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফডিসিতে নিয়ে আসারও আশাবাদ ব্যক্ত করেন।
আজ সন্ধ্যা পৌনে ৬টায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) উন্মুক্ত প্রাঙ্গণে শপথ অনুষ্ঠিত হয়। নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।