আলোচিত মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। ক্রিকেটার নাসিরের সঙ্গে যখন প্রেমের সম্পর্ক ছিলো তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সুবাহ। এবার আরও একবার আলোচনায় এই মডেল-অভিনেত্রী।
বেশ কিছু দিন ধরেই সুবাহ’র প্রেম নিয়ে গুঞ্জন উড়ছিল শোবিজ অঙ্গনে।
বিভিন্ন সময় গায়ক ইলিয়াসের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন সুবাহ। সবাই প্রশ্ন করেন তাহলে কি গায়ক ইলিয়াসকেই বিয়ে করছেন? যদিও সেই প্রশ্নের উত্তরে সুবাহ বলেছিলেন আমরা ফেন্ড।
কিন্তু কদিন না যেতেই ইলিয়াস-সুবাহর গায়ে হলুদ ও বিয়ের ছবি ভাইরাল হয়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে সুবাহ নিজেই তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। তা নিয়ে শুরু হয় এই যুগলের বিয়ের গুঞ্জন।
তার এই স্ট্যাটাসের কারণে সুবাহ’র বিয়ে নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। তবে ভক্তরাও কম যান না। অনেকেই মন্তব্য করেছেন তার ওই পোস্টের নিচে। শরমিলা অ্যাঞ্জেল নামের একজন লিখেছেন ‘‘চুমুটা দিয়েছো কেনো বিয়ে না করলে’’। মামুনুর রশিদ নামের একজন লিখেছেন, ‘‘আপনার সাথে ইলিয়াসকে কোনভাবেই মানায় না। নাসির এর চাইতে উত্তম একটা ছেলেকে বিয়ে করে বুজিয়ে দিতেন’’। মোহাম্মাদ জুবায়ের আহমেদ লিখেছেন, ‘‘তাহলে কি নতুন শুটিং শুরু করছেন?