নেত্রকোণায় বাংলা সাহিত্যের অন্যতম কবি তারুণ্যের প্রতীক কবি হেলাল হাফিজের ৭৪তম জন্মদিন উপলক্ষে হিমু পাঠক আড্ডার আয়োজনে কবিতা পাঠ ও অভিব্যক্তি অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
আজ সকালে জেলার শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে বরেণ্য এ কবির জন্মদিন উপলক্ষে এ কবিতাপাঠ ও অভিব্যক্তি অনুষ্টান অনুষ্টিত হয়।
নেত্রকোণা সাহিত্যের প্রাণ হিমু পাঠক আড্ডা সংগঠনের প্রতিষ্ঠাতা আলপনা বেগমের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, যুগ্ন সম্পাদক একেএম আব্দুল্লাহ, সাবেক সাধারন সম্পাদক শ্যামলেন্দু পালসহ অন্যরা। পরে জেলার বিভিন্ন সংগঠনের শিল্পিরা এ বরেণ্য শিল্পির জন্মদিন উপলক্ষে গান ও কবিতা পাঠ করে দিনটি পালন করেন।