স্বাধীন বাংলা টিভি। চ্যানেলটিতে সাংবাদিকতার জন্য জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দেওয়া হবে।
জেলা প্রতিনিধি।
যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৩৫ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে। স্থানীয় সাংবাদিকদের নিজস্ব জেলায় নিয়োগ দেওয়া হবে।
ব্যুরো প্রধান।
যেকোনো বিষয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে খবরের কাগজ ও টেলিভিশন চ্যানেলে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সাংবাদিকতায় মোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া।
আগ্রহী প্রার্থীরা ‘ স্বাধীন বাংলা টিভি ভবন। Head office House # 43 ( Ground Flooor ) Road # 30 Rupnagar , Mirpur , Dhaka – 1216 – এ ছাড়া আবেদনপত্র ইমেইল করা যাবে। sadhinbanglatv52@gmail.com ঠিকানায়। আবেদন করা যাবে বুধবার, ৩০ জুন, ২০২১ তারিখ পর্যন্ত ।
সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন।
+8802478835086 +8801713932564 +8801712997158
https://www.youtube.com/watch?v=h-9e0XnGql0
সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন।
Managing Director +8802478835086 +8801713932564 S, M, Shamim Ahmed +8801712997158