দেশের চলমান পরিস্থিতিতে বরিশাল ও চট্টগ্রামে টিসিবি’র পন্য কিনতে প্রতিদিনই যুক্ত হচ্ছে গ্রাহকদের দীর্ঘ লাইন । গ্রাহকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও পন্য না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককেই । এ অবস্থায় সরবরাহ বাড়ানোর দাবী তাদের । আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে টিসিবির এ পণ্য বিক্রি । বিস্তারিক ডেক্স রিপোর্টে ।
https://www.youtube.com/watch?v=LaVnxS9YUK4