শূন্য তিন আসনের উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির পঞ্চম দিন ছিল মঙ্গলবার (৮ জুন)।
ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ এই তিন আসনের উপ-নির্বাচনে জন্য এই পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন ৮৬ জন প্রার্থী।
মঙ্গলবার (৮ জুন) সকাল থেকেই রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন প্রত্যাশীরা। এ কার্যক্রম চলবে আগামী ১০ জুন বিকেল ৫টা পর্যন্ত।
ঢাকা-১৪ আসন থেকে এখন পর্যন্ত ২৭ জন, কুমিল্লা-৫ থেকে ৩১ জন এবং সিলেট-৩ থেকে অ্যাডভোকেট আব্দুর রকির মন্টুসহ ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরী ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূণ্য হয়। বুধবার (২ জুন) তিনটি আসনের উপনির্বাচনে তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী এ তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। উপনির্বাচন আগামী ১৪ জুলাই হবে।