ক্ষুদেব্লগ টুইটার বন্ধ করে দিতে মোবাইল ফোন নেটওয়ার্কগুলোকে নির্দেশ দিয়েছে নাইজোরিয়া সরকার। এতে শনিবার (০৫ জুন) আফ্রিকান দেশটির মোবাইল ফোন ব্যবহারকারীরা টুইটারে ঢুকতে সমস্যায় পড়ছেন।
বিবিসির খবরে বলা হয়, তবে কিছু ওয়াই-ফাই নেটওয়ার্কে এখনও টুইটার ব্যবহারের সুযোগ আছে।
এর আগে টুইটারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে নাইজেরীয় সরকার। দেশটির কর্পোরেট অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করছে টুইটার বলে সরকারের তরফে অভিযোগ দেওয়া হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞাকে গভীর উদ্বেগের বলে মন্তব্য করেছে টুইটার।
দ্য অ্যাসোসিয়েশন অব লাইসেন্সড টেলিকমিউনিকেশনস অপারেটরস অব নাইজেরিয়া (অ্যালটন) জানিয়েছে, টেলিকম আইন, লাইসেন্স পাওয়ার শর্ত এবং জাতীয় স্বার্থের বিবেচনায় সরকারি নির্দেশনা মানা হয়েছে।