আসন্ন শিবচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন আ. লতিফ মোল্লা। তিনি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তার নাম ঘোষণা করেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী।