সীমান্তবর্তী জেলা যশোরে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল একদিনেই আক্রান্ত হয়েছে ৮৯ জন। আর গেল এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ২৮৮ জন।
যশোর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৭ হাজার ৩০ জন। এর ভেতর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪১৬ জন। হোম আইসোলশনে রয়েছেন ৪৭৮ জন।
হাসপাতালে ভর্তি ৫৫জন। আর মারা গেছে ৮১ জন।
নিষেধাজ্ঞার পর বিশেষ ব্যবস্থায় গত ২৬ এপ্রিল থেকে এ পর্যন্ত ভারত থেকে ফিরেছেন ৪ হাজারের অধিক বাংলাদেশি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শুরুর পর চলতি বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত ভারতফেরত যাত্রীদের মধ্যে করোনা পজেটিভ মিলেছে ৪৭ জনের শরীরে। আর ভারত ফেরতসহ স্থানীয় ১৫ জনের শরীরে করেনার ভারতীয় ধরনের উপসর্গ মিলেছে। ফলে আতঙ্কে যশোরের মানুষ।