গলাচিপায় অবৈধ দোকান উচ্ছেদের মাধ্যমে রাস্তা উন্মুক্ত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় একটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। শহরের সদর রোডে একটি সরকারি ড্রেন ও হাটাচলার রাস্তা দখল করে দোকান নির্মাণ করে দীর্ঘ ১৫ বছর যাবত অবৈধভাবে ব্যাবসা করে আসছিল এলাকার এক প্রভাবশালী। এ ঘটনায় এলাকাবাসীরা এক হয়ে পৌর মেয়র বরাবর এর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আভিযোগ পেয়ে সোমবার সকাল ১০টায় পৌর মেয়র আহসানুল হক তুহিন অবৈধ দোকান ঘরটি উচ্ছেদ করে দেন ও রাস্তাটি এলাাকার ২০টি পরিবারকে হাটাচলা করার জন্য উন্মুক্ত করে দেন। এ ঘটনায় এলাকাবাসীর কাছে প্রশংসায় ভাসছেন পৌর মেয়র।
এলাকাবাসী জানায়, দীলিপ পাল (পদো) রাস্তাটি বন্ধ করে দোকানঘর নির্মাণ করে ব্যাবসা করে আসছে। আমরা এলাকার মানুষ বাসা থেকে বের হতে পারছি না। আমরা রাস্তাটি উন্মুক্ত করার জন্য মেয়র মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছি।
পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, পদো পাল দীর্ঘ দিন ধরে অবৈধভাবে সরকারি ড্রেন ও সড়ক দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যাবসা করে আসছিলেন। এলাকাবাসীর যাতায়াতের বিঘ্ন ঘটার কারণে এর আগেও দুইবার তার দোকানটি উচ্ছেদ করা হয়েছিল।