ভূমিকম্পে চতুর্থ দফায় আবারো কেঁপে উঠলো সিলেট। এক ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত হল। আজ শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে এই চার দফা ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।
এদিকে এক ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর-বাড়ি, অফিস আদালত ছেড়ে মানুষ রাস্তায় নেমে আসে।
চার দফার এসব ভূমিকম্পে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।
এর আগে সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছিলেন, সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুইবার ও সাড়ে ১১টার দিকে আবারে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।