ছোট পর্দার অভিনেতা মুশফিক রহমান ফারহানের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। জিডি করা ওই তরুণী মুশফিক ফারহানের সাবেক প্রেমিকা বলে জানা গেছে।
শুক্রবার (২৮ মে) সকালে মুশফিক ফারহানের বিরুদ্ধে করা জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম।
জিডি সূত্রে জানা গেছে, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন ওই তরুণী। এই ৫ বছর নানাভাবে তাকে অত্যাচার করতেন ফারহান। সম্পর্ক ছেড়ে দেওয়ার কথা বললেই ফারহান হুমকি দিতেন। এভাবে চলতে থাকলে একপর্যায়ে সম্পর্ক ভেঙে দেন ওই তরুণী। এ অবস্থায় বৃহস্পতিবার (২৭ মে) তরুণী এবং তার পুরো পরিবারকে ‘ধ্বংস’ করার হুমকি দেন ফারহান।
অভিযোগ দায়ের করা ওই তরুণী জানান, ‘বুধবার (২৬ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফারহান আমাকে ফোন করে বিভিন্ন ধরনের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তারপর থেকে আমাকে অনবরত ফোন করে যাচ্ছে কিন্তু আমি কল রিসিভ করার সাহস পাচ্ছি না। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আমাকে ফোন করেছিল, আমি রিসিভ করিনি। তারপর সন্ধ্যায় থানায় গিয়ে জিডি করি।’
ওই তরুণী অভিযোগ করেন, মুশফিক ফারহান বিভিন্ন জায়গায় তার নামে মিথ্যাচার করছে। ফারহানের কাছ থেকে আমি নাকি টাকা নিয়েছি। এছাড়া আরও মিথ্যা অভিযোগ করছে বিভিন্ন জায়গায়। হয়তো নিজেকে রক্ষা করার জন্যই এসব বলছে।’
এদিকে জিডি প্রসঙ্গে জানতে অভিনেতা ফারহানের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। ক্ষুদেবার্তা পাঠালেও তার কোনো উত্তর দেননি তিনি।