ভাল কাজের স্বীকৃতিস্বরুপ পুনরায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন, পটুয়াখালী সদর থানার, অফিসার ইনচার্জ জনাব মোঃ জসিম।
২০২৪ সালের এপ্রিল মাসে, গ্রেফতারী পরোয়ানা তামিল,নিয়মিত মামলার আসামি গ্রেফতার,মাদক উদ্ধার বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পাদন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ পুরস্কার পেয়েছেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ, মোঃ জসিম।
১৩ তারিখ সোমবার, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম এর কাছে পুরস্কার তুলে দেন। জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) ডিআইজি, বরিশাল রেঞ্জ। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম পুলিশ সুপার পটুয়াখালী।
এ প্রসঙ্গে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিটি পুরষ্কার আনন্দের। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে যাচ্ছি। শুধু পুরস্কারের আশায় নয়, জনগণের সেবক হিসেবে চাকরির বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই।