দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ মে) দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি জানান। মানববন্ধনে সংবাদ প্রকাশের জেরে এমন ঘটনার নিন্দা জানানো হয়।