জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়েছে। দোয়ায় করোনা থেকে মুক্তি, দেশ-জাতি এবং ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন হাজারো মুসল্লি।
দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করেন ছোট-বড় সব বয়সী মুসল্লিরা।
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করা হয়। এ সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয় বায়তুল মোকাররম প্রাঙ্গণ।
এদিকে, বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাত শুরু হওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে ঢোকানো হয়। বাসা থেকে অজু করে মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।