আজ বিশ্ব মা দিবস। যার কল্যাণে এই পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। মায়েদের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।
মা দিবসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন। সেদিক থেকে বাদ যাননি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএল বন্ধের পর দেশে ফিরে রাজধানীর একটি কোয়ারিন্টিনে আছেন তিনি। পরিবারকে ছাড়াই দিন কাটছে তার।
হোটেল থেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সাকিব তার নিজের মায়ের সাথে একটি ও তার স্ত্রী শিশিরের সাথে তার সন্তানদের ছবি পোস্ট করে লিখেছেন-
‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’