নাটোরের বাগাতিপাড়ায় এক বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৭ মে) গভীর রাতে উপজেলার জামনগর নতুন পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
বৃদ্ধ দম্পতি হলেন- আমির উদ্দিন (৭০) ও আলেকা বেগম (৬৫)।
এলাকাবাসী জানায়, একমাত্র সন্তান ঢাকায় থাকায় বাগাতিপাড়া উপজেলার নতুন পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ আমির হোসেন ও তার স্ত্রী আলেকা বেগম দম্পতি একাই বাস করতেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির বারান্দায় তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।বাগাতিপাড়া থানার পরিদর্শক তদন্ত আবু সাদাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।