প্রায় ২১ দিন পর আবারও চিরচেনা রূপ ফিরে পেয়েছে রাজধানীর রাজপথ। সিটি কর্পোরেশনের অভ্যন্তরে চলাচল এর জন্য গণপরিবহন চালু হাওয়ায় স্বস্তি ফিরেছে কর্মজীবী মানুষের মাঝে।
তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও এসব গণপরিবহনে উপেক্ষিত। সুযোগ বুঝে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন গুলো চলছে চলাচল করছে কিনা তা দেখতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
তবে বাস চালকরা বলছেন ভিন্ন কথা। স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছেন বলেও দাবি তাদের।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করছে কিনা তা দেখতে রাস্তায় নেমেছে বিআরটিএর ভ্রাম্যমান আদালত। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না রাখা সহ অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে বেশ কয়েকটি বাসকে জরিমানা করা হয়।
তবে এভাবেই চলতে থাকলে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেয়া যে পদক্ষেপ তা ভেস্তে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।