পটুয়াখালীর গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা ও দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর আলআকসা মসজিদে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গলাচিপা দক্ষিণের যুগান্তর প্রতিনিধি সোহাগ রহমান। অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের জীবন ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন- সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মোহাম্মাদ শাহআলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ, আওয়ামী লীগের সাংগঠকি সম্পাদক মো. আলমগীর হোসাইন, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সমকাল প্রত্রিকার প্রতিনিধি মু. কাওসার, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ।
কুরআন খতম শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মো. বদরুল ইসলাম বাদল।