শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে মাদ্রাসা থেকে হ্যান্ডকাপ পরিয়ে কিশোরকে অপহরণ। ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক জেলা জজের ড্রাইভার পরিচয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে হত্যার উদ্দেশ্য সাংবাদিককে বেধরক মারধর থানায় মামলা। কসম পাচার কালে মূল হোতা আটক গলাচিপায় চেতনানাশক দ্রব্য ব্যবহার করায় মা-ছেলে অসুস্থ  গলাচিপায় পাচারের সময় ১৭ কচ্ছপসহ ব্যবসায়ী আটক লালমনিরহাটে আ.লীগ নেতা সুমন খান ও স্ত্রীর ব্যাংকে ২৩৭ কোটি টাকা, অর্থপাচার মামলা গলাচিপায় পুলিশের মধ্যস্থতায় আড়ৎদারের টাকা ফেরত দিয়েছেন ফল ব্যবসায়ী গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরন

গলাচিপায় সাবেক ভিপি নুরের গণসংবর্ধনায় গণ জোয়ার

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২২ সময় দর্শন
গলাচিপায় সাবেক ভিপি নুরের গণসংবর্ধনায় গণ জোয়ার

জুলাই এর গণঅভ্যুত্থান ও দ্বিতীয় মুক্তির দাবিতে জীবন উৎসর্গকারী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বীর সন্তানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের প্রতি সমবেদনা, অকৃত্রিম ভালবাসা জানাতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের অন্যতম রূপকার, উপজেলার কৃতি সন্তান, তারুণ্যের আইকন, ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের শুভ আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের দেশ ত্যাগের পরে নিজ জন্মভূমিতে আগমন করেছেন ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি নূরুল হক নূর। এছাড়া, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন হতে নির্বাচন করবেন নুরুল হক নূর।

মঙ্গলবার বিকাল চারটা ত্রিশ মিনিটের দিকে উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপজেলার শহীদ বীর সন্তানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ ফুলেল শুভেচছা জানান বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান, আহবায়ক, গণঅধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখা, জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের সহসভাপতি মো. মিজানুর রহমান।

ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আমি চরাঞ্চলে কাদা-মাটি গাঁয়ে লাগিয়ে বড় হয়েছি। মা মাটিকে কেউ ভুলতে পারেনা।আপনাদের পাশেই সারাজীবন থাকতে চাই। আপনাদের ভালবাসায় আমি সিক্ত হয়েছি। দেশের জন্য ভাল কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে।

গলাচিপায় সাবেক ভিপি নুরের গণসংবর্ধনায় গণ জোয়ার

আমি কোন প্রতিশোধের রাজনীতি করবো না। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওযার পর আমি যখন প্রথম এসেছিলাম এই গলাচিপা- দশমিনায়ই আমার বোনের বাড়ি যাওয়ার সময় হামলার শিকার হয়েছি। আমি ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারতাম, মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করাতে পারতাম কিন্তু আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি মনে করি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা-য়,তাই বলে কুকুরকে কামড়ানো শোভা পায়। অত্র অঞ্চলের সবাই আমার আপনজন, আমি কার বিরুদ্ধে মামলা করবো। নতুন বাংলাদেশ বিনির্মান করার জন্য নতুন নেতৃত্ব দরকার। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের যে জোঁয়ার ওঠেছে তাতে আমরা আমরা সংসদে প্রতিনিধিত্ব করবো। আমি ঢাবি মেধাবী শিক্ষার্থীদের ভোটে ভিপি হয়েছিলাম। আমি আপনাদের ভোটে অত্র অঞ্চলের পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনের এমপি হতে চাই।

নির্বাচন যখন হোক সরকার হতে হবে জাতীয় সরকার অর্থাৎ এতে বিএনপি, জামায়াতে ইসলামী, চরমোনাইসহ সকল দলের প্রতিনিধিত্ব থাকতে হবে যাতে সরকার পূনরায় ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। গত ফ্যাসিস্ট সরকারের সময়ের মত নতুন বাংলাদেশে চর দখল, টেন্টারবাজি, ঘাট দখল আর চলবেনা। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71