পটুয়াখালীর গলাচিপায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে বুধবার সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে দলীয় কার্যালয়ে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃহারুন-অর রশিদ, সহ-সভাপতি বাবুল ভূইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক সরদার মুঃ শাহআলম, বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শাহজাহান মিয়া, সাবেক সভাপতি রেজাউল করিম হাওলাদার প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃআলমগীর হোসেন। এ সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।