পটুয়াখালীতে সাংবাদিক মির্জা আহসান হাবিব মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হলে খুলনার আবু নাসের হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা নিয়েছেন তিনি।
হাবিব জাতীয় দৈনিক কালবেলার, ওয়ানলাইন বরিশাল বানীর পটুয়াখালী প্রতিনিধি ছিলেন।
এছাড়াও স্থানীয় দৈনিক সাথী পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এবং পটুয়াখালী প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর এলাকার মদিনা মসজিদে প্রথম জানাজা শেষে পটুয়াখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। পরে তাকে বরিশাল জেলার মুলাদি উপজেলার পূর্ব নাজিরপুর গ্রামের নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
মৃতের স্ত্রী বলেন, খুলনায় চিকিৎসা শেষে পটুয়াখালী ফিরে আসেন। এরপর ১২ এপ্রিল অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। মির্জা আহসান হাবিব সুনামের সঙ্গে প্রায় দুই যুগ পটুয়াখালীতে পরিবার নিয়ে বসবাস করেছিলেন। তিনি স্ত্রী-দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।