পটুয়াখালীর গলাচিপায় উত্তম কুমার সাহার অকাল মৃত্যুতে সকল মহলের গভীর শোক প্রকাশ করা হয়েছে। উত্তম কুমার সাহা (৪৭) হচ্ছেন গলাচিপা উপজেলা যুবলীগের সদস্য ও গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড টি.এন্ড.টি. রোডের নারায়ন সাহার জেষ্ঠ্য পুত্র। রবিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে গলাচিপা হাসপাতাল থেকে পটুয়াখালী হাসপাতালে রেফার করা হয়।
সেখানেই তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো. মামুন আজাদ, গলাচিপা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খালিদুল ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক রপন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ. স. ম জাওয়াদ সুজন, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি বাবু দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাতে কেন্দ্রীয় শ্মসানে তার দাহ কার্য সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।