ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে তাঁর বাসায় দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে আশীর্বাদ সম্পন্ন হয়। বিকেলে ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে আশীর্বাদের একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, মেয়ে পক্ষ লেখক ভট্টাচার্যকে আশীর্বাদ করছে।
‘কনের নাম দীপা বিশ্বাস। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন।’ দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে লেখক ভট্টাচার্য ও দীপা বিশ্বাসের আশীর্বাদ সম্পন্ন হয়।