মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সদস্য সচিব পদপ্রার্থী জেলা যুবদল নেতা আবু আশিক মল্লিক বাবুর নেতৃত্বে মিছিল- শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি মঙ্গলবার সকালে স্থানীয় পুরাতন পৌরসভা গেইট হতে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী আবু আশিক মল্লিক বাবুর নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন।সমাবেশ শেষে অসহায় গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মিছিল ও সমাবেশের আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী জেলা যুবদল নেতা আবু আশিক মল্লিক বাবু,জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক দিলীপ কুমার দে, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পিয়াস, শহর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পারভেজ হাফিজ,সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বকুল, জেলা শ্রমিক দল নেতা ফিজুর আকন্দ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে শ্রমিক নেতা আব্দুস ছামাদ বাচ্চু,বাবুল হোসেন চিকলী,আব্দুল জলিল, জেলা যুবদল নেতা সালাউদ্দিন আহম্মেদ,উজ্জ্বল হোসেন, বাপ্পী রায়হান,সেলিম বাবু,আনিস, আপেল মল্লিক,জেলা ছাত্রদল নেতা দীপঙ্কর দে দ্বীপ সহ সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য বলেন, গুম, খুন ও বিরোধীমনা নেতাকর্মীদের নির্যাতন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্থান্তর করেন। অন্যথায় আগামী দিনে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতার মস্তক থেকে টেনে নামানো হবে বলে হুশিয়ারি দেন জেলা যুবদল নেতা আবু আশিক মল্লিক বাবু।