সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে ১৪তম টি-২০ জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন লীগ-২০২২-২৩ মৌসুমের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে।
জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে শনিবার (২১ জানুয়ারী) সকাল ১১ টার সময় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি সিদ্দিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর শফিকুল হক,শাফরুজ ইসলাম মুন্না, ক্রিয়াবিদ সুজাত উল্লাহ মিফতা।
আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ,সভাপতি, সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দসহ ক্রিয়াপ্রেমী দর্শক, খেলোয়াড়, বিভিন্ন পেশার জনসাধারন।