পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রির উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত ২৪৬টি ট্যাব বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করেন।