নেত্রকোণায় ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে মোঃ রেজাউল হাসান সুমনের সভাপতিত্বে ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি)নেত্রকোণা জেলা অফিসের হলরুমে আবু হানিফ উজ্জ্বলের সঞ্চালনায় এ আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি প্রণব রায় রাজু, সাধারণ সম্পাদক ইকবাল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইমন, শহীদ বীর মুক্তিযোদ্ধা এলাহী নেওয়াজ ওসমানী প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ দেলোয়ার শেখ (দিলু), বাংলাদেশ ওলামালীগ নেত্রকোণা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট জাকির খান, অর্থ সম্পাদক মোঃ সোহেল মিয়াসহ নেত্রকোণার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।