মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানে
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অসীম কুমার উকিল এমপির পক্ষ থেকে নোয়াদিয়ায় স্বাধীন বাংলা কবি অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বুলবুল আহমেদের সভাপতিত্বে স্বাধীন বাংলা কবি অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালেয়ের মাঠে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঁইয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা শফিকুল ইসলাম বাবুলসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।