পটুয়াখালীর গলাচিপায় মা ও শিশু সহায়তা কর্মসূচির গবেষণা কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
“যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা এবং শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”-এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (১৮ জানুয়ারী) দুপুর ১২ টায় অডিটোরিয়াম হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরি সহায়তায় এনডিপির বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বারোটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সচিবরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন।