পটুয়াখালী গলাচিপা উপজেলা শ্রমিকলীগের পূর্নাঙ্গ কমিটি দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।গলাচিপা উপজেলার ৪৫ জন শ্রমিক সদস্য সম্বলিত তালিকায় পটুয়াখালী জেলা কমিটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষর করেছেন বলে খবর পাওয়া গেছে।জানা গেছে উপজেলা কমিটি পেয়ে আনন্দিত সদস্যরা। পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) আসনের সাংসদ সদস্য এস এম শাহজাদা সাজু ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.শাহিন শাহ কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনুমোদিত কমিটির সভাপতি ও সম্পাদক।
এ ছাড়াও অনুমোদিত কমিটি পেয়ে সকাল সদস্যরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীদের।গলাচিপা উপজেলা শ্রমিকলীগহ এর পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটির সভাপতি ও সম্পাদক। ২৫ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে ৪৫ সদস্যের উপজেলা শ্রমিকলীগের কমিটি কে পটুয়াখালী জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান(মিজান) এর যৌথ স্বাক্ষরিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
এই কমিটিতে উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ইব্রাহিম দফাদার ও সাধারণ সম্পাদক মোঃ আল আমীন হোসেন কে নির্বাচিত করা হয়েছে। অনুমোদিত কমিটির পক্ষ থেকে জেলা কমিটির সভাপতি ও সম্পাদক সহ সকল কে আন্তরিক ভাব অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।